সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা
১৯ জুন ২০২৪
সুপার এইটের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে যাওয়া বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনটি ম্যাচে দায়িত্ব পালন করবেন।
বুধবার সুপার এইট পর্বের ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করে আইসিসি।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইটের অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। অ্যান্টিগায় অনুষ্ঠিত ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ।
একই মাঠে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোলস্টোক।
সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আম্পায়ারের দায়িত্বে থাকবেন ল্যাংটন রুসেরি ও নিতিন মেনন। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত এই ম্যাচ বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে।
সুপার এইটে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন তিনি। মাঠে তার সঙ্গী হিসেবে থাকবে ক্রিস ব্রাউন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে সুপার এইট শেষ করবেন সৈকত।
মন্তব্য করুন: