বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখতে চান হাফিজ

বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখতে চান হাফিজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মাঠের পারফরম্যান্সে সময়টা একদমই ভালো যায়নি বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পাশাপাশি ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছেও হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে টুর্নামেন্ট শুরু হতেই যেন ভিন্ন এক দলকে দেখছে ক্রিকেট বিশ্ব। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে টাইগাররা উঠেছে সুপার এইটে। দলের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে মোহাম্মদ হাফিজকেও। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের আশা, সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত রানে হারে শান্তর দল। তৃতীয় ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস বিপক্ষে। নেপালের বিপক্ষে সুপার এইটের টিকিট নিশ্চিত করার ম্যাচে বোলারদের নৈপুণ্যে ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানের টিভি চ্যানেল পিটিভি স্পোর্টসের গেম অন হ্যায় অনুষ্ঠানে গ্রুপ পর্বে টাইগারদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন হাফিজ। পাকিস্তানের সাবেক এই অল-রাউন্ডারের আগে থেকেই বিশ্বাস ছিল বাংলাদেশ সুপার এইটে খেলবে।

আমরা সবাই জানতান তারা সুপার এইটে উঠতে পারবে। আপনি যদি তাদের পথচলাটা দেখেন, তারা সবসময় তাদের সামর্থের চেয়ে কম পারফর্ম করেছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তারা এবার বেশ শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। ক্রিকেটের প্রতি সঠিক শরীরী ভাষা মনোভাব দেখাচ্ছে।

নিউ ইয়র্কে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশে পারফরম্যান্স হাফিজকে আলাদাভাবে মুগ্ধ করেছে বলেও জানান। তার মতে, সেই ম্যাচটিই টুর্নামেন্টে এগিয়ে যেতে শান্তর দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে।

এই ম্যাচটি তাদের টুর্নামেন্টে এগিয়ে যেতে দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আমি আশা করছি বাংলাদেশ ভালো করবে। পাকিস্তান শ্রীলঙ্কার মতো এশিয়ার বড় দলগুলো আসর থেকে বিদায় নেওয়ায় আমি ব্যক্তিগতভাবে চাই তারা ভালো করুক এবং সেমি-ফাইনালে যাক।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবে বাংলাদেশ। এক নম্বর গ্রুপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ ভারত আফগানিস্তান।

মন্তব্য করুন: