যুক্তরাষ্ট্রের বোলারদের ওপর ঝড় বইয়ে দিল দক্ষিণ আফ্রিকা
১৯ জুন ২০২৪
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ উইকেট ধীরগতির হওয়ায় বড় স্কোর খুব কমই দেখা যাচ্ছে। সুপার এইটের প্রথম ম্যাচেই টি-টুয়েন্টি ফরম্যাটের আসল রূপটা দেখিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যুক্তরাষ্ট্রের বোলারদের তুলোধুনো করে নির্ধারিত ২০ ওভারে প্রোটিয়ারা তুলেছে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ রানেই প্রথম উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সৌরভ নেত্রভালকারের বলে ক্যাচ দিয়ে ফিরেন রেজা হেনড্রিক্স (১১)। এরপরই শুরু হয়ে কুইন্টন ডি কক আর অধিনায়ক এইডেন মার্করামের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে তারা উপহার দেন ৬০ বলে ১১০ রানের বিধ্বংসী জুটি। টুর্নামেন্টের শুরু থেকে ম্যাজিক দেখানো মার্কিন বোলাররা পাত্তাই পাচ্ছিলেন না! ২৬ বলে ফিফটি তুলে নেন ডিকক। তিনি যেভাবে ব্যাট করছিলেন, তাতে সেঞ্চুরিও অসম্ভব মনে হচ্ছিল না।
শেষ পর্যন্ত ৪০ বলে ৭ চার ৫ ছক্কায় ৭৪ রান করে তিনি হারমিত সিংয়ের শিকার হন। ডি ককের স্ট্রাইকরেট ১৮৫। অন্যপ্রান্তে মার্করামও খেলেন ৩২ বলে ৪ চার ১ ছক্কায় ৪৬ রানের ইনিংস। হারমিত সিংয়ের বলে এদিন ‘গোল্ডেন ডাক’ মারেন মারকুটে ব্যাটার ডেভিড মিলার। এরপর পঞ্চম উইকেটে ফের জুটি গড়েন হাইনরিখ ক্লাসেন আর ত্রিস্টান স্টাবস। ৩০ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন এই জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৪ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন ২২ বলে ৩৬ আর স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন। হারমিত এবং সৌরভ দুটি করে উইকেট নিয়েছেন।
মন্তব্য করুন: