ক্যারিবিয়ান ঝড় সামলে ইংল্যান্ডের লক্ষ্য ১৮১

ক্যারিবিয়ান ঝড় সামলে ইংল্যান্ডের লক্ষ্য ১৮১

সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড়ো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে কম যাননি ইংল্যান্ড বোলাররাও। বড় সংগ্রহের লাগাম টেনে ধরে ক্যারিবিয়ানদের থেমেছে ৪ উইকেটে ১৮০ রানে।

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের উড়ন্ত সূচনা এনে দেন ব্রান্ডন কিং ও জনসন চার্লস। তবে পঞ্চম ওভারের শুরুতে কিং আঘাত পেয়ে মাঠ ছাড়লে উদ্বোধনী জুটি থামে ৪০ রানে। ডানহাতি এই ব্যাটার এরপর আর ব্যাটিংয়ে নামেননি।

দ্বিতীয় উইকেটে নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন চার্লস। এই জুটি থেকে আসে ৫৪ রান। ৩৮ রান করা চার্লসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মঈন আলী। এরপর ইংল্যান্ড বোলারদের ওপর রীতিমত ঝড় তোলেন রোভম্যান পাওয়েল। তবে লিয়াম লিভিংস্টোনের ওভারে তিনটি ছক্কা হাঁকানোর পর আরেকটি ছক্কা মারতে গিয়ে আউট হন ক্যারিবিয়ান অধিনায়ক। থামে ১৭ বলে ৫ ছক্কায় তার ৩৬ রানের ইনিংসটি।

১৫ ওভার শেষে ১৩৭ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল। কিন্তু পরপর দুই ওভারে পুরান (৩৬) ও আন্দ্রে রাসেলের (১) উইকেট তুলে নিয়ে রানের গতির লাগাম টেনে ধরে ইংল্যান্ড। তবে শেষ দিকে শারফেইন রাদারফোর্ডের ১৫ বলে ২৮ রানের ক্যামিওতে বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ৪৩ রান

মন্তব্য করুন: