শান্তর রানখরার পেছনে কন্ডিশনের সমস্যা দেখছেন হাথুরুসিংহে

শান্তর রানখরার পেছনে কন্ডিশনের সমস্যা দেখছেন হাথুরুসিংহে

বোলারদের নৈপুণ্যে সুপার এইটে ওঠা বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। বিশেষ করে গ্রুপ পর্বের প্রায় সব ম্যাচেই ব্যর্থ হয়েছে দলের টপ-অর্ডার। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপ শুরুর আগে থেকেই রানখরায় ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টেই ব্যর্থ। আর দলনেতার ছন্দে না থাকার কারণ হিসেবে কন্ডিশনকে সামনে টেনেছেন চান্ডিকা হাথুরুসিংহে।

গ্রুপ পর্বের চার ম্যাচে রানখরা কাটাতে ওপেনিংসহ শান্ত ব্যাট করেন তিনটি ভিন্ন পজিশনে। তবে প্রত্যেক পজিশনেই ব্যর্থ হন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বরে নেমে করেন ৭ রান। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৪ রান করলেও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে ফেরেন ১ রান করে। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে আবারও তার আগের তিন নম্বরে নামলেও সাজঘরের পথ ধরেন ৪ রানে।

অ্যান্টিগায় বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইটের অভিযান শুরু করবে শান্তর দল। বোলারদের কল্যাণে গ্রুপ পর্বের বাধা পার করলেও টুর্নামেন্টে সামনের দিকে এগুতে ব্যাটারদেরও জ্বলে ওঠা জরুরি। বিশেষ করে টপ-অর্ডারের।

দুর্দান্ত ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে শান্তসহ টপ-অর্ডারদের ব্যর্থতার কারণ হিসেবে গ্রুপ পর্বে বাকি দলগুলোর উদাহরণ টানেন হাথুরুসিংহে।

শুধু শান্ত নয়, বেশির ভাগ দলের টপ-অর্ডারই এই টুর্নামেন্টে ভুগছে। কারণ নতুন বলে পিচগুলো (ব্যাটিংয়ের জন্য) কঠিন হয়ে উঠছে। কত রানের পিচ, এটা না বুঝেই প্রতিটি দল খেলতে নামছে। এরপর প্রথম দুই–তিনজন ব্যাটারকে খেলার মাধ্যমে কন্ডিশন বুঝতে হচ্ছে।”

এ সময় প্রশ্ন ওঠে ওয়ানডে বিশ্বকাপে শান্তর পাফরম্যান্সের কথা। ভারতে অনুষ্ঠিত আসরে ব্যাট হাতে বাংলাদেশের জেতা দুই ম্যাচেই ফিফটি হাঁকান এই বাঁহাতি ব্যাটার। আফগানিস্তানের সঙ্গে করেন ৫৯ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস।

সুপার এইটের মঞ্চে বড় দলগুলোর বিপক্ষে দলকে শান্ত জ্বলে উঠতে পারবে আশা প্রকাশ করে টাইগার কোচ বলেন, “ঠিকই বলেছেন, সে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়। সে খুব ভালো খেলোয়াড়, গুরুত্বপূর্ণ ব্যাটার। আমি নিশ্চিত, কন্ডিশন ভালো হলে সে–ও ভালো করবে। সব টপ অর্ডারের জন্যই এটা চ্যালেঞ্জিং।”

মন্তব্য করুন: