অ্যালিসা হিলির সেরা একাদশে ‘দ্বাদশ খেলোয়াড়’ স্টার্ক

অ্যালিসা হিলির সেরা একাদশে ‘দ্বাদশ খেলোয়াড়’ স্টার্ক

ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের পারফর্ম্যান্সের বিচারে সেরা একাদশ বেছে নিতে বলা হয়েছিল নিয়েছেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলিকে। সেই একাদশে নেই তার জীবনসঙ্গী মিচেল স্টার্ক। অজি তারকা পেসারকে দ্বাদশ ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছেন হিলি। এর কারণটাও বেশ চমকপ্রদ।

'উইলোটক' পডকাস্টে এলিসা হিলিকে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিতে বলা হয়। হিলির একাদশে আফগানদের জয়জয়কার। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী রহমানুল্লাহ গুরবাজ, স্পিন আক্রমণে রশিদ খান আর পেস আক্রমণে আছেন ফজলহক ফারুকী। স্কটল্যান্ডের ব্রান্ডন ম্যাকমুলেনও সুযোগ পেয়েছেন। তবে বড় চমক হলো বিশ্বকাপে বাজে পারফর্ম করা বাবর আজম। 

অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়া দলের সাবেক ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিন জানতে চান মিচেল স্টার্ককে দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখার কারণ। জবাবে হিলি মজা করে বলেন, “বিরতির সময় সে ভালো পানি টানতে পারে। আমার মনে হয়, ৪ ওভার বোলিং করার চেয়ে পানি টানা ও বেশি পছন্দ করবে। কাজটা সে সত্যিই ভালো করে।”

অ্যালিসা হিলির বিশ্বকাপ সেরা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ট্রাভিস হেড, ব্রান্ডন ম্যাকমুলেন, মার্কাস স্টয়নিস, বাবর আজম, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, অ্যাডাম জাম্পা, আনরিখ নরকিয়া, ফজলহক ফারুকী।

মন্তব্য করুন: