সাকিবকে রানে ফেরাতে আবারও শেবাগকে লাগবে?
২১ জুন ২০২৪
অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের সামনে দ্রুত তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ তখন চাপে। বোলিংয়ে টি-টুয়েন্টির এক নম্বর অল-রাউন্ডার মার্কাস স্টয়নিস আর ব্যাটিংয়ে তিন নম্বর অল-রাউন্ডার সাকিব আল হাসান। ডানহাতি মিডিয়াম পেসারের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় আগেই ব্যাট চালিয়ে দিলেন সাকিব। বল তার ব্যাটের লেগে জমা পড়ল স্টয়নিসের হাতেই।
দলের বিপদের সময় সাকিব ফিরলেন ১০ বলে ৮ রান করে। এরপরই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং। বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম্যান্সের পর সাকিবের কঠোর সমালোচনা করেছিলেন বীরেন্দ্র শেবাগ। পরের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪* রান করে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব।
রসিক ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় লিখছিলেন, প্রতি ম্যাচের আগেই শেবাগ এমন বোমা ফাটালে তো বাংলাদেশেরই উপকার। আবার সিরিয়াস কেউ কেউ শেবাগকে ধুয়ে দিচ্ছিলেন। এমনকী শেবাগের ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে সাকিব যেভাবে আউট হলেন, সেটা রীতিমতো দৃষ্টিকটু। ব্যাট হাতে তিনি ধুঁকছিলেন। অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে বিশ্বকাপে তৃতীয় ম্যাচে সাকিব আউট হলেন সিঙ্গেল ডিজিটে। সুপার এইটে আরও দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। আবারও শেবাগকে প্রয়োজন হবে?
মন্তব্য করুন: