বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফেরেননি পাকিস্তানের অনেক ক্রিকেটার

বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফেরেননি পাকিস্তানের অনেক ক্রিকেটার

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই থেমেছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। হারতে হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে। এরপর দলটির বেশ কয়েকজন ক্রিকেটার যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে ফিরে যাননি। বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও এবার জানা গেল আসল কারণ।

গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে সান্ত্বনার জয় দিয়ে হতাশাময় বিশ্বকাপ অভিযান শেষ করে বাবর আজমের দল। কিন্তু দলের সব ক্রিকেটার দেশে ফিরে যাননি। এই তালিকায় আছেন অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ আমির, হারিস রউফ, শাদাব খান, ইমাদ ওয়াসিম ও আজম খান। এতে গুঞ্জন শুরু হয় যে, জনরোষ এড়াতেই নাকি এই ক্রিকেটাররা পাকিস্তানে ফেরেননি। 

এবার পাকিস্তানের গণমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, এই ক্রিকেটররা সবাই যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্তরাজ্যে গেছেন। সেখানে কেউ ইংলিশ কাউন্টিতে খেলার চেষ্টা করছেন, আবার কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাছাড়া ইমাদ ওয়াসিমের জন্ম যুক্তরাজ্যে এবং মোহাম্মদ আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। প্রধান কোচ গ্যারি কারস্টেনও তার দেশ দক্ষিণ আফ্রিকায় গেছেন।

পাকিস্তানের এখন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই্। আগামী আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে।

মন্তব্য করুন: