৩০ রান কম হওয়ার কথা বললেন শান্ত
২১ জুন ২০২৪
পরাজয়ের পর ২০-৩০ রান কম হয়ে যাওয়ার কথা বাংলাদেশের অধিনায়কেরা নিয়মিতই দিয়ে থাকেন। অস্ট্রেলিয়ার কাছে শুক্রবার বৃষ্টি আইনে ২৮ রানের হারের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেই পথে হাঁটলেন। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তুলেছিল বাংলাদেশ। সেই রান তাড়ায় ১১. ২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১০০। এরপর নামে বৃষ্টি।
গ্রুপপর্বে বাংলাদেশ খেলেছে অত্যন্ত ধীরগতির স্পিন সহায়ক উইকেটে। কিন্তু এদিন অ্যান্টিগার উইকেট ততটা বাজে ছিল না। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত সেটা স্বীকারও করে নিয়েছেন, “উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল। আশা করি ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।”
চলতি বিশ্বকাপে প্রথমবার চল্লিশ ছোঁয়া রান পেয়েছেন শান্ত। নিজের ৩৬ বলে ৪১ রানের ইনিংসটি নিয়ে নাজমুল বলেন, “দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি তারা এটা ধরে রাখবে।”
মন্তব্য করুন: