হ্যাটট্রিক করেছেন বুঝতেই পারেননি কামিন্স
২১ জুন ২০২৪
টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচে তিনি দুই ওভার মিলিয়ে পরপর তিন উইকেট তুলে নেন। এরপর তাকে অন্য উইকেট নেওয়ার মতোই স্বাভাবিক উদযাপন করতে দেখা যায়। কারণ কামিন্স নাকি বুঝতেই পারেননি তার হ্যাটট্রিক হয়ে গেছে!
অ্যান্টিগায় বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে কামিন্স আউট করেন মাহমুদউল্লাহ এবং শেখ মাহেদিকে। এরপর শেষ ওভার করতে এসে প্রথম বলেই তাওহীদ হৃদয়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর হ্যাটট্রিকের বাড়তি কোনো উদযাপন করতে দেখা যায়নি কামিন্সকে। ম্যাচ শেষে এর রহস্যভেদ করেন কামিন্স নিজেই।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে অজি পেস তারকা বলেন, “আমার কোনো ধারণাই ছিল না। জায়ান্ট স্ক্রিনে দেখলাম। (মার্কাস) স্টয়নিসও এসে বলল। স্ট্রাইকে সেট ব্যাটসম্যান (হৃদয়) ছিল, তাদের ইনিংস এগিয়ে নিচ্ছিল। আপনি কখনও বলতে পারবেন না এমন সময়ে কী হতে পারে। অবশ্যই সেটা বড় উইকেট ছিল। তাদের আটকে রাখতে পারায় ভালো লাগছে।”
এদিন বাংলাদেশের সংগ্রহ করা ১৪০ রানের মধ্যে ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেন হৃদয়। তাই তাকে থামানো অজিদের জন্য প্রয়োজনীয় ছিল। ৪ ওভার বল করে কামিন্স সেই ৩ উইকেটই নিয়েছেন ২৯ রান খরচায়। ডাকওয়ার্থ লুইস মেথডে বাংলাদেশ ম্যাচটি হেরেছে ২৮ রানে।
মন্তব্য করুন: