রানের উইকেটে ‘ধরে খেলার’ পরিকল্পনা ছিল শান্তদের

রানের উইকেটে ‘ধরে খেলার’ পরিকল্পনা ছিল শান্তদের

মাত্র একদিন আগেই এই মাঠে দেখা গেছে রান উৎসব। দক্ষিণ আফ্রিকার ১৯৪ রান তাড়া করে যুক্তরাষ্ট্র থেমেছে ১৭৬ রানে। অথচ, শুক্রবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেই দেখা গেল ভিন্ন দৃশ্য। অ্যান্টিগার ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেন ব্যাটিংটাই ভুলে গেলেন! ধীরগতির ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলল ১৪০। আর রান তাড়ায় বৃষ্টির আগে ১১.২ ওভারেই ১০০ রান করে ফেলেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম এদিন ‘ডাক’ মারেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস গড়েন ৪৮ বলে ৫৮ রানের জুটি। এতে লিটনের অবদান ২৫ বলে ১৬ আর শান্ত করেন ৩৬ বলে ৪১। আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও দলের স্কোরকার্ড বড় করতে কোনো অবদানই নেই লিটন-শান্তর ইনিংস দুটির। খেলা শেষে শান্ত সাফাই গাইলেন এটাকে পরিকল্পনার অংশ বলে।

শুরুর দিকে দেখে খেলারই পরিকল্পনা ছিল। আগের ম্যাচগুলোতে ভালো শুরু পাচ্ছিলাম না। প্রথম ৬ ওভার উইকেট ধরে রাখার পরিকল্পনা ছিল আমাদের। যা আমরা করতে পেরেছি। আরেকটু ভালো হতে পারতো। তবে আমরা খুশি ছিলাম। শুরুর দিকে উইকেট স্লো ছিল, বল সেভাবে ব্যাটে আসছিল না। তাই সেট ব্যাটার থাকাটা জরুরি ছিল।”

অধিনায়কের কথা মেনে নিলেও দলীয় স্কোর ১৪০ রান মেনে নেওয়াটা কঠিন। একমাত্র ২৮ বলে ৪০ রান করা তাওহীদ হৃদয় ছাড়া আর কোনো ব্যাটারই তো টি-টুয়েন্টি মেজাজে খেলতে পারেননি। তাছাড়া ধারাভাষ্যকারেরা বলছিলেন, ১৯৪ রানের উইকেটেই শুক্রবারের ম্যাচটা হয়েছে। উইকেট ব্যবহৃত হলেও এতটা খারাপ হয়ে যায়নি যে, ১৪০ রানে থেমে যেতে হবে।

মন্তব্য করুন: