হৃদয়কে দেখে বাকিদের ব্যাটিং শেখার পরামর্শ তামিমের

হৃদয়কে দেখে বাকিদের ব্যাটিং শেখার পরামর্শ তামিমের

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা থামার নাম নেই। এতদিন কন্ডিশন ও পিচের দোহাই দিলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে ব্যাটিং সহায়ক কন্ডিশনেও রানের দেখা পাননি ব্যাটাররা। তবে এর মাঝেও পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। আর তাই ডানহাতি এই ব্যাটারকে দেখে দলের বাকিদেরকে ব্যাটিং শেখার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অ্যান্টিগার ব্যাটিং সহায়ক কন্ডিশনে আগে ব্যাট করে ১৪০ রানের পুঁজি পায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করা অস্ট্রেলিয়ার কাছে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ২৮ রানে হারের মুখ দেখে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচে বাংলাদেশ ব্যাটাররা যেখানে রান তুলতে হিমশিম খাচ্ছিল, সেখানে অজি বোলারদের ওপর শাসন চালান হৃদয়। গুরুত্বপূর্ণ সময়ে দুটি করে চার ও ছক্কায় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান।

ম্যাচে শেষে ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমড আউট’ অনুষ্ঠানে তরুণ এই ব্যাটারের প্রশংসা করে তামিম বলেন, “হৃদয় দেখিয়েছে কীভাবে ব্যাটিং করা উচিৎ। আমাদের বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই। আপনার দলের একজনই নিয়মিত তা করে দেখাচ্ছে। বাংলাদেশ হৃদয়ের ব্যাটিং এপ্রোচ থেকে শিক্ষা নিতে পারে।”

হৃদয় অজি বোলারদের ছেড়ে কথা বলেনি। এই মানসিকতাই প্রয়োজন বাংলাদেশের ব্যাটারদের। বিশেষ করে অস্ট্রেলিয়া-ভারতের মতো দলের বিপক্ষে। নিরাপদে খেললে আপনি জিততে পারবেন না। তাদের হারাতে হলে বিশেষ কিছু করতে হবে। হৃদয়ের ব্যাটিং অন্যদের দেখা উচিৎ। এমন দলের বিপক্ষে এভাবে কাউন্টার অ্যাটাক করতে হবে।”

তামিমের মতে, শান্ত-লিটনদের ভালো করার সামর্থ্য থাকলেও মানসিকতার কারণে তারা ভালো করতে পারছেন না। বড় দলগুলোকে হারাতে হলে সেই মানসিকতায় পরিবর্তন আনা দরকার বলে জানান টাইগাদের সাবেক অধিনায়ক।

তাদের সামর্থ্য আছে। তবে সমস্যা হচ্ছে মাইন্ডসেট। বিশ্বের সেরা বোলারকে মোকাবেলা করার ক্ষেত্রে ঐ মানসিকতা থাকতে হবে আপনাকে মেরে খেলতে হবে, আউট হতেই পারেন। সেরা বোলারের উপর আপনি যখন চড়াও হবেন তখন প্রতিপক্ষের পুরো পরিকল্পনাই বদলে দেয়।”

মন্তব্য করুন: