কোচের পরামর্শ ছাড়াই খেলেন বুমরাহ
২১ জুন ২০২৪
বল হাতে এবারের বিশ্বকাপেও ভারতের নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। আগুন ঝরানো বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাবু করে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন ডানহাতি এই পেসার। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তাকে নিয়ে জানা গেছে অবাক করা এক তথ্য। কোচের পরামর্শ ছাড়াই নাকি বল হাতে গতির ঝড় তুলছেন বুমরাহ!
বর্তমানে ভারতের বোলিং কোচের দায়িত্বে আছেন পরেশ মামব্রে। তার অধীনে অপ্রতিরোধ্য এক পেস আক্রমণ তৈরি করেছে দেশটি, যার নেতৃত্বে আছেন বুমরাহ। তবে দেশটির অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের দাবি, ডানহাতি এই পেসারকে নিয়ে কোচ নাকি খুব একটা কাজ করেন না।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অক্ষর। তার মতে, বুমরাহ নিজেই জানেন তার করণীয়। তাই মামব্রেও তাকে বেশি কিছু বলেন না। শুধু ডানহাতি পেসারকে তার নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে বলেন।
“দলের কেউ বুমরাহর বোলিং নিয়ে সমালোচনা করে না। ও জানে কী করতে হবে বা কী করতে হবে না। এখন খুব ভালো বল করছে। এ অবস্থায় কোচও ওকে কিছু বলে না, তাতে জটিলতা বাড়ে।”
“মামব্রে স্যার শুধু বলে, ‘তুমি ভালো করছো।‘ আমি যতটা দেখেছি, বোলিং কোচ বুমরাহকে খুব বেশি ঘাটায় না। শুধু নিজের পরিকল্পনা কাজে লাগাতে বলে।”
দুর্দান্ত ছন্দে থাকা বুমরাহ চলতি আসরে ভারতের অন্যতম সেরা বোলার। এখন পর্যন্ত ৪ ম্যাচে সাড়ে ৬ গড়ে তার শিকার ৮ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৩ দশমিক ৪৬।
মন্তব্য করুন: