ভারতের বিপক্ষে ‘অসাধারণ কিছু’ করতে চান তাসকিন

ভারতের বিপক্ষে ‘অসাধারণ কিছু’ করতে চান তাসকিন

চরম বাজে পারফর্ম্যান্সের প্রদর্শনী করে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করেছে বাংলাদেশ। মিচেল মার্শের দলের কাছে তারা পাত্তাই পায়নি। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নাজমুলদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ম্যাচে হারলেই বাংলাদেশ দলের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।

প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা ভালো করেই জানেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বললেন, পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে। ভারত বিশ্বের অন্যতম সেরা দল। এটা তো কোনো সন্দেহ নেই, ওরা অনেক ভালো দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের অসাধারণ কিছু করতে হবে।

বিশ্বকাপজুড়ে বোলাররা দারুণ করলেও বাংলাদেশ দলের ব্যাটিং নিয়মিত ধসে পড়ছে। ভারতের বিপক্ষে তাই সব বিভাগেই ভালো করার তাগিদ তাসকিনের, বার্তা একটাই, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধারণ পারফর্ম করতে হবে। পরের ম্যাচটা হেরে গেলে আর সেমিফাইনালের স্বপ্ন থাকবে না। পরের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সে জন্যই ভুলের সংখ্যাটা কম হতে হবে। আশা করি, সেরা ক্রিকেট খেললে যেকোনো কিছু হতে পারে।

শেষে টুর্নামেন্টে টিকে থাকার ব্যাপারে আশাবাদ প্রকাশ করলেন তাসকিন, অবশ্যই এখনো সুযোগ আছে। এখানে উইকেটটা বেশ ভালো, এখনো আশা হারাচ্ছি না। আমরা যদি দুইটায় দুইটা জিততে পারি, তাহলে সুযোগ থাকবে। পরের ম্যাচে বৃষ্টি হলে ১-১ পয়েন্ট ভাগ হবে, শেষ ম্যাচে একটা সুযোগ থাকবে। এটা হেরে গিয়েছি, অল্প রানের সংগ্রহ ছিল। তাই তারা (অস্ট্রেলিয়া) আগ্রাসী খেলেছে। আমরা আশাবাদী, পরের ম্যাচটা যদি জিততে পারি, তাহলে একটা সুযোগ থাকবে।

মন্তব্য করুন: