১১ ছক্কায় যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

১১ ছক্কায় যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের ছক্কা বৃষ্টিতে উড়ে গেল যুক্তরাষ্ট্র। ব্রিজটাউনে সুপার এইটের ম্যাচে বিশ্বকাপের দুই আয়োজক দলের লড়াইয়ে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে রোভম্যান পাওয়েলের দল। এই জয়ে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে ছাড়িয়ে তারা টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। শীর্ষে দক্ষিণ আফ্রিকা।

শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে মা্ত্র ১২৮ রানে অল-আউট হয় যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের শুরু থেকে দাপট দেখানো দলটির ব্যাটিং এদিন ধসে পড়ে। ১৬ বলে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার আন্দ্রিস গুস। তিনে নামা নিতিশ কুমার করেন ১৯ বলে ২০ রান। এছাড়া আর কোনো ব্যাটার বিশের ঘরেও যেতে পারেননি। ক্যারিবিয়ানদের হয়ে ৩টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল আর রোস্টন চেজ। এছাড়া আলঝারি জোসেফ নেন ২ উইকেট।

রান তাড়ায় ক্যারিবিয়ানদের উন্মাতাল সূচনা এনে দেন শেই হোপ আর জনসন চার্লস। মার্কিনীদের বোলিং এলোমেলো করে ৭ ওভারে দুজনে গড়েন ৬৭ রানের ওপেনিং জুটি। ১৪ বলে ২ চারে ১৫ রান করা চার্লস হারমিত সিংয়ের শিকার হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিপদ যেন আরও বেড়ে যায়। হোপের সঙ্গে জুটি বেঁধে নিকোলাস পুরান তাণ্ডব শুরু করেন। মাত্র ২৩ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন এই জুটিতেই ৫৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের ইনিংসে মোট ১১টি। ৩৯ বলে ৪ চার ৮ ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন শেই হোপ। অন্যদিকে নিকোলাস পুরান খেলেন ১২ বলে ১ চার ৩ ছক্কায় ২৭ রানের অপরাজিত ইনিংস। এই গ্রুপে ক্যারিবিয়ানদের পরবর্তী ম্যাচে ২৪ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

মন্তব্য করুন: