বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি

বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি

বিশ্বকাপের মঞ্চে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আর ভারত। সুপার এইটের ম্যাচটি নিয়ে দুই দেশের সমর্থকদের আগ্রহের শেষ নেই। দুই দেশের লড়াই মানেই এখন বাড়তি উত্তেজনা। তাছাড়া সেমি-ফাইনালের ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে বাংলাদেশের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। এমন ম্যাচেই জল ঢেলে দিতে পারে বৃষ্টি। 

অ্যান্টিগায় স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। অ্যাকুওয়েদার বলছে, সেখানকার সময় অনুযায়ী সকাল ১০টার সময় ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। বেলা ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। ১২টায় কিছুটা কমে ৪৭ শতাংশ বৃষ্টি হওয়ার শঙ্কা আছে। তাছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এই পর্বে কোনো রিজার্ভ ডে নেই। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে।

অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে সুপার এইট শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেছে ভারত। শনিবারের ম্যাচটি হারলে সেমির দৌড় থেকে বলতে গেলে ছিটকে যাবে বাংলাদেশ। আর এ ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশকে পরের ম্যাচে আফগানিস্তানকে ভালো ব্যবধানে হারাতে হবে আর অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার কামনা করতে হবে।

মন্তব্য করুন: