চোটে বিশ্বকাপ শেষ কিংয়ের, উইন্ডিজ দলে মায়ার্স
২২ জুন ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ব্র্যান্ডন কিং। সেই চোটেই চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ওপেনার। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন রিজার্ভে থাকা অল-রাউন্ডার কাইল মায়ার্স।
শুক্রবার এক বিবৃতিতে কিংয়ের বদলি হিসেবে মায়ার্সের ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেওয়ার বিষয়টিতে অনুমোদন দেয় আইসিসির টেকনিক্যাল কমিটি।
সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার সকালে সাইড স্ট্রেইনের চোটে পড়েন কিং। স্যাম কারেনকে ডাউন দ্য উইকেটে এসে কাভার অঞ্চলের ওপর দিয়ে মারতে গিয়ে আঘাত পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরে আর ব্যাট করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ১৩ বলে ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান। তার বদলে ম্যাচে ফিল্ডিং করেন শিমরন হেটমায়ার।
কিংয়ের বদলি হিসেবে দলে আসা মায়ার্স ক্যারিবিয়ানদের হয়ে ৩৭টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছেন। শনিবার এই অল-রাউন্ডারের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয়ে সেমি-ফাইনালের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: