টিকে থাকার লড়াইয়ে বাদ পড়লেন তাসকিন
২২ জুন ২০২৪
ভারতের বিপক্ষে একাদশে থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ের শক্তি বাড়াতে ডানহাতি এই পেসারের বদলে দলে এসেছেন জাকের আলী।
শনিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নাজমুল হোসেন শান্ত। রোহিত শর্মার দলকে ১৬০ রানের মধ্যে আটকে রাখার পরিকল্পনা বাংলাদেশ অধিনায়কের।
তাসকিন না থাকায় দলের পেস আক্রমণ সামলাবেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। ফলে টুর্নামেন্টে মাঠে নামার অপেক্ষাতেই থাকতে হলো শরীফুল ইসলামের।
স্পিনের দায়িত্বে রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মাহেদী হাসান ও সাকিব আল হাসান।
এ ম্যাচেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা লিটন দাস, তানজিদ হাসান তামিম ও শান্তকে নিয়ে গড়া টপ-অর্ডারেই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসাস তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
মন্তব্য করুন: