টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটে প্রথম সাকিব

টি-টুয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটে প্রথম সাকিব

বল হাতে চলতি বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে শুরুতেও ছিলেন বেশ খরুচে। তবে রোহিত শর্মাকে তুলে নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন বাঁহাতি এই স্পিনার।

শনিবার অ্যান্টিগায় নিজের প্রথম ওভারে ১৫ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারের প্রথম তিন বলে ১০ রান দেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আকাশে বল তুলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ২৩ রান করে ফেরেন ভারত অধিনায়ক।

এবারের বিশ্বকাপ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ৪৭টি। তবে শুরু থেকেই বল হাতে তেমন ছন্দে না থাকায় আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে ৫০তম উইকেট পূরণ করলেন সবগুলো টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া এই অল-রাউন্ডার। ২০০৭ সালের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার দিনেশ রামদিনের উইকেট দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলেন তিনি।

আপাতত টি-টুয়েন্টির বিশ্ব আসরে সাকিবের এই রেকর্ড সুরক্ষিতই থাকবে। টুর্নামেন্টে শীর্ষ পাঁচ উইকেট শিকারির মধ্যে বর্তমানে ক্রিকেট খেলেন কেবল ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৭ উইকেট শিকার করা এই স্পিনার আছেন তালিকার তিনে।

মন্তব্য করুন: