টানা দুই ম্যাচে কামিন্সের হ্যাটট্রিক

টানা দুই ম্যাচে কামিন্সের হ্যাটট্রিক

আগের ম্যাচেই বাংলাদেশকে গুঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন প্যাট কামিন্স। ঠিক পরের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার গতি তারকা। টি-টুয়েন্টি ক্রিকেটে টানা দুই ম্যাচে কোনো বোলারের হ্যাটট্রিকের ঘটনা এবারই প্রথম।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রোববার ভোরে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন কামিন্স। ১৮তম ওভারের শেষ বলে তিনি তুলে নেন আফগান অধিনায়ক রশিদ খানকে। এরপর শেষ ওভারের প্রথম দুই বলে কারিম জানাত ও গুলবাদিন নাইবের উইকেট নিয়ে তিনি হ্যাটট্রিক পূরণ করেন। একই ওভারের তৃতীয় বলে নানগেলিয়া খারোটের ক্যাচ ডেভিড ওয়ার্নার না ছাড়লে টানা ৪ বলে ৪ উইকেট পেতে পারতেন কামিন্স।

সুপার এইটে আগের ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে দুই ওভার মিলিয়েই হ্যাটট্রিক করেছিলেন ৩১ বছর বয়সী পেসার। গত শুক্রবার অ্যান্টিগায় বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে কামিন্স আউট করেন মাহমুদউল্লাহ এবং শেখ মাহেদিকে। এরপর শেষ ওভার করতে এসে প্রথম বলেই তাওহীদ হৃদয়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অষ্টম হ্যাটট্রিক হলো। এই ৮ হ্যাটট্রিকের ৪টিই অস্ট্রেলিয়ার বোলারদের। কামিন্স হলেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করা প্রথম অস্ট্রেলিয়ান বোলার, বিশ্বে চতুর্থ। তার আগে দুটি করে হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউ জিল্যান্ডের টিম সাউদি ও মাল্টার ওয়াসিম আব্বাস।

মন্তব্য করুন: