এ তো সবে শুরু, রশিদ খানের হুংকার

এ তো সবে শুরু, রশিদ খানের হুংকার

সুপার এইটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে স্বরূপে ফিরল আফগানিস্তান। এখন তাদের সামনে সেমি-ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ। গত ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ডাবল সেঞ্চুরিতে স্বপ্ন ভেঙেছিল আফগানদের। টি-টুয়েন্টি বিশ্বকাপে আর সেই ভুল করেনি আফগানরা। দলটির অধিনায়ক রশিদ খান তো ঘোষণাই দিয়েছেন, এটা কেবল তাদের শুরু।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে জয়ের পর রশিদ বলেন, “এটা দল ও দেশের জন্য অনেক বড় একটি জয়। অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতি দারুণ। এটা এমন কিছু, যা আমরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে করতে পারিনি, এমনকি অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপেও করতে পারিনি। আফগানরা পৃথিবীর যেখানেই থাকুক, তারা এমন একটি জয়ের অপেক্ষায় ছিল। খুবই মিস করছিল। এটা আমাদের জন্য মাত্র শুরু। সেমি-ফাইনালে খেলার সব সুযোগ আমাদের আছে।”

আফগানদের জয়ের অন্যতম নায়ক গুলবদিন নাইব। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেস বোলিং অল-রাউন্ডার। তাকে নিয়ে উচ্ছ্বসিত রশিদ বলেন, “এটাই দলের সৌন্দর্য। দলে অনেক বেশি অল-রাউন্ডার থাকায় বিকল্প পাওয়া যায়। তার হাতে আপনি যখনই বল তুলে দেবেন, সে হাসিমুখে গ্রহণ করে। যেভাবে গুলবদিন বল করেছে, তার যে অভিজ্ঞতা, সেটা আজ দারুণ কাজে লেগেছে। সব মিলিয়ে দারুণ এক দলীয় প্রচেষ্টা ছিল। নবীও ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছে।”

সুপার এইটে আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৬টায়।

মন্তব্য করুন: