৩ দিনে বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক

৩ দিনে বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক

চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন পেসাররা। প্রতিপক্ষে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন তারা। প্যাট কামিন্সের পরপর দুই হ্যাটট্রিকের পর এবার এই তালিকায় নাম তুলেছেন ক্রিস জর্ডান। ইংলিশ পেসারের বোলিং তোপে ১১৫ রানেই গুটিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

বার্বাডোজে বাংলাদেশ সময় রোববার রাতে মাত্র ৬ বলে শেষ ৫ উইকেট হারায় প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৯তম ওভারে ৪টি উইকেট তুলে নেন জর্ডান। শুরুটা করেন ওভারের প্রথম বলে ২৯ রান করা কোরি অ্যান্ডারসনকে ফিরিয়ে। পরের বলটি দেন ডট। পরের তিন বলে একে একে তুলে নেন আলী খান, নসথুস কেনজিগে ও সৌরভ নেত্রবলকারের উইকেট।

আলীর অফ স্ট্যাম্প উপড়ে হ্যাটট্রিকের শুরুটা করেন জর্ডান। পরের বলে কেনজিগেকে ফেলেন এলবিডাব্লিউর ফাঁদে। এরপর সৌরভের মিডল স্ট্যাম্প ভেঙে হ্যাটট্রিক পূরণ করেন ডানহাতি এই পেসার। ২ ওভার ৫ বলে ১০ রানের খরচায় তার শিকার ৪ উইকেট।

এর আগে গত বাংলাদেশ সময় শুক্রবার সকালে বাংলাদেশের বিপক্ষে চলতি আসরের প্রথম হ্যাটট্রিকটি করেন কামিন্স। এরপর রোববার সকালে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি তুলে নেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার।

মন্তব্য করুন: