যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে সেমি-ফাইনালে ইংল্যান্ড
২৩ জুন ২০২৪
ক্রিস জর্ডানের দুর্দান্ত হ্যাটট্রিকে অল্পতেই গুটিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর লক্ষ্য তাড়ায় জস বাটলার ও ফিল সল্টের তাণ্ডবে রীতিমত উড়ে গেছে আসরের সহ-আয়োজকরা। ৬২ বল হাতে ১০ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
বার্বাডোজে বাংলাদেশ সময় রোববার রাতে জর্ডানের বোলিং তোপে তোপে মাত্র ৬ বলে শেষ ৫ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৯তম ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নিয়ে প্রথমবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দলটিকে ১১৫ রানে গুটিয়ে দেন জর্ডান।
জবাবে বাটলার-সল্টের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ বোলাররা। একের পর এক বাউন্ডারি ও ওভার-বাউন্ডারিতে ৯ ওভার ৪ বলেই জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম ফিফটিতে বাটলার অপরাজিত থাকেন ৮৩ রানে। ৩৮ বলের তাণ্ডবীয় এই ইনিংসে ইংলিশ অধিনায়ক ছক্কা হাঁকান ৭টি ও চার ৬টি। সল্ট অপরাজিত থাকেন ২৫ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। প্রথম ওভারেই ফেরেন ছন্দে থাকা আন্দ্রিয়েস গাউস (৮)। দ্বিতীয় উইকেটে নিতিশ কুমারকে নিয়ে প্রতিরোধের চেষ্টা গড়েন স্টিভেন টেইলর। তবে দলীয় ৪৩ রানে টেইলরকে (১২) ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন স্যাম কারেন।
ভয়ংকর হয়ে ওঠার আগে অধিনায়ক অ্যারন জোন্সকে (১০) সাজঘরের পথ দেখান আদিল রশিদ। পরের ওভারে দারুণ খেলতে থাকা নিতিশকেও (৩০) বোল্ড করেন এই লেগ স্পিনার।
ষষ্ঠ উইকেটে হারমিত সিংকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন কোরি অ্যান্ডারসন। গড়েন ২৭ রানের জুটি। তবে ২১ রান করা হারমিত দলীয় ১১৫ রানে ফিরলে পরের ওভারেই যুক্তরাষ্ট্রের ইনিংস থামিয়ে দেন জর্ডান।
শুরুটা করেন ওভারের প্রথম বলে ২৯ রান করা অ্যান্ডারসনকে ফিরিয়ে। পরের বলটি দেন ডট। এরপর হ্যাটট্রিকের শুরুটা করেন আলী খানের অফ স্ট্যাম্প উপড়ে। পরের বলে নসথুস কেনজিগেকে ফেলেন এলবিডাব্লিউর ফাঁদে। সৌরভ নেত্রবলকারের মিডল স্ট্যাম্প ভেঙে হ্যাটট্রিক পূরণ করেন ডানহাতি এই পেসার। ২ ওভার ৫ বলে ১০ রানের খরচায় তার শিকার ৪ উইকেট। তবে মাঝের ওভারে ১৩ রানের বিনিময়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন রশিদ।
মন্তব্য করুন: