রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর ম্যাচ জিতে সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা

 

জিতলে সেমি-ফাইনাল, এমন সমীকরণকে মাথায় নিয়ে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অল্প রানের পুঁজি তোলা ক্যারিবিয়ানরা বল হাতে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে জমিয়ে তুলেছিল ম্যাচ। তবে এরপরই বৃষ্টি নেমে বাড়িয়ে দেয় ম্যাচের নাটকীয়তা। খেলা শুরু হলে ক্ষণে ক্ষণ বদলায় ম্যাচের রং। কিন্তু শেষ পর্যন্ত পা না হড়কিয়ে ৩ উইকেটে জয় নিয়ে সেমি-ফাইনালে পা রেখেছে প্রোটিয়ারা।

অ্যান্টিগায় বাংলাদেশ সময় সোমবার সকালে বৃষ্টি নামলে দক্ষিণ আফ্রিকার জন্য পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান। দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে রোমাঞ্চ বাড়িয়ে তোলে ক্যারিবিয়ানরা। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে প্রোটিয়াদের ম্যাচ জেতান মার্কো ইয়েনসেন।

স্বাগতিকদের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়ায় বৃষ্টি নামার আগে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরুই এনে দেন কুইন্টন ডি কক। কিন্তু দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হেনে ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন আন্দ্রে রাসেল। এরপর বৃষ্টি নামলে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে খেলা।

পরিবর্তিত লক্ষ্যে ব্যাট করতে নেমে বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন এইডেন মারক্রাম ও ট্রিস্ট্যান স্টাবস। তবে ১৮ রানের বেশি করতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। এরপর ক্রিজে এসেই ঝড় তোলেন হাইরিখ ক্লাসেন। গুদাকেশ মোটির সপ্তম ওভারে ৩ চার ও এক ছক্কায় তোলেন ২০ রান। তবে পরের ওভারেই ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের স্বস্ত্বি দেন আলজারি জোসেফ।

দ্রুতই ডেভিড মিলার (৪) ও স্টাবসের (২৯) উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে এক প্রান্ত আগলে রেখে ১৪ বলে ২১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইয়েনসেন।

এর আগে অলিখিত কোয়ার্টার-ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারের মধ্যে ছন্দে থাকা শাই হোপ ও নিকোলাস পুরানের উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে চেজকে নিয়ে পাল্টা আক্রমণে দলকে বিপদ মুক্ত করেন বদলি হিসেবে দলে আসা মায়ার্স। তবে ৩৫ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাব্রাইজ শামসি। ভাঙেন ৮১ রানের জুটি।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা। শামসি-মহারাজদের ঘূর্ণি সামলাতে হিমশিম খাওয়া ক্যারিবিয়ানরা ৮ রানের ভেতর হারায় রোভম্যান পাওয়েল (১), শারফেইন রাদারফোর্ড (০) ও ইনিংস সর্বোচ্চ ৫২ রান করা চেজের উইকেট। দলীয় ১১৭ রানে রাসেল (১৫) রান-আউটে কাটা পড়লে শেষ হয়ে যায় তাদের বড় সংগ্রহের আশাও। ৮ উইকেটে উন্ডিজদের ইনিংস থামে ১৩৫ রানে। ৪ ওভারে ২৭ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা শামসি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: