কোচ হতে গম্ভীরের ‘৫ শর্ত’
২৪ জুন ২০২৪
রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে ভারতের সম্ভাব্য প্রধান কোচ হিসেবে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের নাম। ভারতের দুটি বিশ্বকাপজয়ী সাবেক ওপেনারের সঙ্গে এখন কথাবার্তা চলছে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। দেশটির গণমাধ্যম বলছে, কোচ হওয়ার জন্য বিসিসিআইকে পাঁচটি শর্ত দিয়েছেন গম্ভীর।
‘নবভারত টাইমস’- এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গম্ভীরের দেওয়া শর্তের সবগুলো বিসিসিআই মেনে নিলে হুমকিতে পড়তে পারে বিরাট কোহলি আর রোহিত শর্মার ক্যারিয়ার।
প্রথম শর্ত, ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় গম্ভীরের নিয়ন্ত্রণে থাকবে। বিসিসিআই কর্মকর্তা বা অন্য কারও হস্তক্ষেপ তিনি মানবেন না।
দ্বিতীয় শর্ত, সহকারি কোচ নির্বাচন করবেন গম্ভীর নিজে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের ব্যাপারে কারও অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না।
তৃতীয় শর্ত, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নিপরীক্ষা দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামিকে। ওই টুর্নামেন্ট তারা ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারলে দল থেকে বাদ পড়তে হবে। সেটাই হবে তাদের শেষ সুযোগ।
চতুর্থ শর্ত, টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল গড়বেন গম্ভীর। ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল দুটি নির্বাচন করা হবে।
আর শেষ শর্ত, এখন থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করতে হবে এবং দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য। বিসিসিআই এখন গম্ভীরের দেওয়া শর্তগুলো বিবেচনা করে দেখছে।
সাদা বলের ক্রিকেটে আসলে তরুণদের নিয়ে দল গড়তে চান গম্ভীর। ২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় দিতে চান। চার সিনিয়র ক্রিকেটারকে হয়তো শুধু লাল বলের ক্রিকেটের জন্যই তিনি রাখবেন।
মন্তব্য করুন: