আফগান কোচের ইঙ্গিতে `মাঠে শুয়ে গেলেন` গুলবদিন
২৫ জুন ২০২৪
বাংলাদেশ ইনিংসের ১২তম ওভারের খেলা চলছিল। সেই সময় আবারও বৃষ্টি পড়তে শুরু করলে ডার্ক-ওয়ার্থ লুইস মেথডে ২ রানে এগিয়ে ছিল আফগানিস্তান। আর খেলা না হলে জিতে সেমি-ফাইনালে চলে যাবে রশিদ খানের দল। এমন অবস্থায় মাঠের বাইরে থেকে ম্যাচে সময় নষ্ট করার ইশারা করেন আফগান কোচ। আর এতেই বোলার বল শুরু করার ঠিক আগেই স্লিপে দাঁড়ানো গুলবাদিন নাইব মাঠে শুয়ে পড়লেন!
১১ ওভার ৪ বলে বাংলাদেশর সংগ্রহ ছিল ৭ উইকেটে ৮১ রান। বৃষ্টি আইনে তখন ২ রানে পিছিয়ে ছিল নাজমুল হোসেন শান্তর দল। নূর আহমেদের করা ওভারের তৃতীয় বলের পরেই বৃষ্টি পড়তে শুরু করে। সে সময় মাঠের বাইরে থেকে আকাশ দেখিয়ে সময় নষ্ট করার ইশারা দেন হেড কোচ জনাথন ট্রট। এরপরই পেশির টান দেখিয়ে শুয়ে পড়েন গুলবাদিন। বৃষ্টি জোরে পড়ায় আম্পায়রও খেলা বন্ধ করে দেন।
সতীর্থের এমন কাণ্ড দেখে মাঠেই বিরক্তি প্রকাশ করেন আফগান অধিনায়ক রশিদ। হাসাহাসি শুরু করেন টিভির ধারাভাষ্যকাররা। বার বার রিপ্লেতে ওই ঘটনা দেখানো হয়। শুয়েই যখন পড়েছেন, গুলবদিনকে দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়। ধারাভাষ্যকরারা তখন ‘ক্রিকেট স্পিরিট’ -এর কথাও মনে করিয়ে দেন।
ড্রেসিংরুমে ফেরার পথে লিটন দাসও গুলবদিনের কাণ্ড নিয়ে মোহাম্মদ নবীর সঙ্গে হাসাহাসি করেন।
কিছুক্ষণ পড়েই আবারও শুরু হয় ম্যাচ। ইনিংসের দৈর্ঘ কমে এক ওভার।
মন্তব্য করুন: