আফগানিস্তানের পাওয়ার হিটার আছে, বাংলাদেশের নেই: রশিদ খান
২৫ জুন ২০২৪
বোলারদের তৈরি করা মঞ্চে নির্দিষ্ট সময়ে ম্যাচ জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা খুবই সম্ভব ছিল বাংলাদেশের জন্য। কিন্তু অদ্ভুত, ব্যখ্যাহীন ব্যাটিংয়ে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি আছে বলে মনে করেন না আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। স্রেফ একটা জায়গাতেই তিনি নিজেদের এগিয়ে রেখেছেন।
সাদা বলে গত কয়েক বছর ধরেই বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আফগানিস্তান। তাদের দুর্দান্ত সব বোলারের পাশাপাশি আছে পেশির জোরে বল গ্যালারিতে পাঠানোর মতো ব্যাটসম্যান। এখানেই পিছিয়ে আছে বাংলাদেশ। টাইগাররা টি-টুয়েন্টি ক্রিকেটে এখনো অভ্যস্ত হয়নি এটা যেমন সত্য, তেমনই সত্যি যে এদেশে কার্যকর কোনো হার্ডহিটারও নেই। এটাই রশিদ খানের চোখে দুই দলের পার্থক্য।
মঙ্গলবার বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, “বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের পাওয়ার হিটার আছে, যারা বল মাঠের বাইরে পাঠাতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো।”
রশিদ আরও বলেন, “সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।”
মন্তব্য করুন: