আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ার্নারের নীরব বিদায়
২৫ জুন ২০২৪
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে আগেই আবসর নিয়েছিলেন। এবার চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই ফরম্যাট থেকেও তার নীরব বিদায় ঘটল। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ার ১৫ বছরের। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছিল তার এই ফরম্যাটের শেষ ম্যাচ। ওই ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। কিন্তু টি-টুয়েন্টি ফরম্যাট থেকে তার বিদায়টা তেমন স্মরণীয় হলো না। এবারও বিশ্বকাপই ছিল তার বিদায় মঞ্চ। কিন্তু সেই ভারতের কাছে হেরেই কপাল পোড়ে অস্ট্রেলিয়ার।
সেমি-ফাইনালে যেতে অস্ট্রেলিয়া মঙ্গলবার বাংলাদেশের জয় কামনা করছিল। কিন্তু এদিন আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় ঘটে অস্ট্রেলিয়ার। সেইসঙ্গে নীরবে বিদায় নেন ওয়ার্নারও। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ইনস্টাগ্রামে লেখা হয়েছে, “তোমাকে মিস করব বুল (সতীর্থরা তাকে এই নামে ডাকেন)।”
৩৭ বছর বয়সী ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে এক সেঞ্চুরিতে করেছেন ৩ হাজার ২৭৭ রান। ক্যারিয়ারজুড়ে উপহার দিয়েছেন অনেক স্মরণীয় ইনিংস। কিন্তু ক্যারিয়ারের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠতে পারেননি। ৬ বলে ৬ রান করে আর্শদীপ সিংয়ের বলে ধরা পড়েন সূর্যকুমার যাদবের হাতে। এরপর ব্যাটে ঘুষি মেরে নিজের রাগ প্রকাশ করেন। তখনও তিনি জানতেন না, সেটাই হতে যাচ্ছে তার শেষ ইনিংস।
মন্তব্য করুন: