সেমির চেষ্টায় ৫০ রানে অল-আউট হলেও আপত্তি ছিল না মাশরাফির

সেমির চেষ্টায় ৫০ রানে অল-আউট হলেও আপত্তি ছিল না মাশরাফির

টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও পাত্তাই দিল না বাংলাদেশ! তাদের কাছে ম্যাচ জয়টাই বড় হয়ে দাঁড়াল। শেষে আফগানিস্তানের কাছে হেরেই গেল। আফগানদের ১১৫ রান তাড়ায় বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে দেশে তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়াতেই চলছে সমালোচনা। চুপ থাকেননি সাবেক অধিনায়ক মাশরাফিও।

সুপার এইটের ম্যাচটিতে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১১৫ রানে থামে আফগানিস্তান। শেষ চারে ওঠার জন্য বাংলাদেশকে সেই রান করতে হতো ১২ ওভার ১ বলে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৩ উইকেট পতনের পর রক্ষণাত্বক ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তি পরে সংবাদ সম্মেলেনে জানান, এটা নাকি দলের সিদ্ধান্ত ছিল। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে।

বিষয়টি নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে লিখেছেন, “অথচ আজকের হিসাবটা ছিল শুধুই ১২.১। এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না। তাতে যদি ৫০ রানেও দল অল-আউট হতো, অন্তত সবাই সেটা সহজভাবে নিত। আর যদি এই ম্যাচ জিততাম, তাও বিবেকের কাছে হেরে যেতাম। এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না। আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান। এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাল্লাহ। হয়তো কোনো একদিন ……..।”

মন্তব্য করুন: