গত এক যুগে র‌্যাঙ্কিংয়ে এতটা অধঃপতন হয়নি সাকিবের

গত এক যুগে র‌্যাঙ্কিংয়ে এতটা অধঃপতন হয়নি সাকিবের

আফগানিস্তানের কাছে বিশ্বকাপের সুপার এইটে প্রশ্নবিদ্ধ পরাজয়ের পরদিনই আরও একটা দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টি অল-রাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করা সাকিব আসর শেষে নেমে গেলেন এক যুগের মধ্যে তার নিজের সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ে।

বুধবার প্রকাশিত আইসিসির টি-টুয়েন্টি অল-রাউন্ডারদের হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন ৬ নম্বর, যা গত এক যুগে সর্বনিম্ন। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর থেকে সাকিব কখনই টি-টুয়েন্টি অল-রাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচের নিচে নামেননি। বরং বেশিরভাগ সময়জুড়ে শীর্ষস্থানটি তার দখলেই ছিল। 

টি-টুয়েন্টি বিশ্বকাপের ৭ ম্যাচে মাত্র ১১১ রান এবং মোট ৩ উইকেট নেওয়া সাকিবের রেটিং পয়েন্ট এখন ২০৬। শীর্ষে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া সূর্যকুমার যাদবকে সরিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

মন্তব্য করুন: