সেমিফাইনালে আফগানিস্তান ‘ভয়ংকর’ : জোনাথন ট্রট
২৬ জুন ২০২৪
দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে আফগানিস্তান। সেমির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকা। অবশ্য চলতি আসরে প্রোটিয়ারা এখনো কোনো ম্যাচ হারেনি। প্রতিপক্ষের এই রেকর্ড দেখে মোটেও চিন্তিত নন আফগান কোচ জোনাথন ট্রট। বরং আগে কোনো সেমিফাইনাল না খেলার কারণে তিনি নিজেদের ‘ভয়ংকর’ মনে করছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, “অতীত কোনো ইতিহাস ছাড়াই আমরা সেমিফাইনাল খেলতে যাচ্ছি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। সেমিফাইনালে অবশ্যই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই মঞ্চ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, সাফল্য বা ব্যর্থতার কোনো ইতিহাস নেই। এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।”
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে আফগানিস্তান। তবে বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান হওয়ায় তারা নিঃসন্দেহে ম্যাচ জয়ের চাপে থাকবে। অন্যদিকে আফগানদের হারানোর কিছু নেই। এ কারণেই নিজেদেরকে এগিয়ে রাখছেন ট্রট, “আমাদের জন্য আসলে হারানোর কিছু নেই। স্রেফ এই জিনিসটাই আমাদের ‘ভয়ংকর’ দল বানিয়েছে। সেমিফাইনালে তাই প্রতিপক্ষের ওপর চাপটাই বেশি থাকবে।”
মন্তব্য করুন: