বিশ্বকাপ ব্যর্থতার পেছনের গল্প সময় নিয়ে জানাবেন পাপন

বিশ্বকাপ ব্যর্থতার পেছনের গল্প সময় নিয়ে জানাবেন পাপন

আফগানিস্তানের কাছে সুপার এইটে সেমিফাইনালে ওঠার চেষ্টায় বাংলাদেশ প্রাণপণে না খেলায় বইছে সমালোচনার ঝড়। জয়ের জন্য খেলেও পরে শেষরক্ষা হয়নি। গত মঙ্গলবারের এই বিপর্যয়ের পরদিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এই ব্যর্থতার পেছনের গল্প তিনি সময় নিয়ে জানাবেন।

বাংলাদেশের ক্রিকেট দল কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলার আগে এবং পরে বিসিবি সভাপতি গণমাধ্যমে প্রায়ই ‘ম্যাচ প্রিভিউ’ আর ‘ম্যাচ রিভিউ’ দিয়ে থাকেন। এখন তিনি দেশের ক্রীড়ামন্ত্রী। বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতেই বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, স্বল্প সময়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এজন্য তার সময় প্রয়োজন।

পাপন বলেন, “এটা শুধু কালকের ম্যাচ না, পুরো টুর্নামেন্ট নিয়ে বলব যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরা জিনিসটাই, পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কথাই বলতে হবে। এটা না হলে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। এক মিনিট দুই মিনিটে এর উত্তর দেওয়া সম্ভব না। অনেক সময় প্রয়োজন। আমি সময় নিয়ে বলতে চাই। আপনারা আসেন, মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখ্যা করতে।”

মন্তব্য করুন: