বৃষ্টিতে সেমি ভেস্তে গেলে ফাইনালে যাবে ভারত-দ. আফ্রিকা
২৬ জুন ২০২৪
চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রাখছে বৃষ্টি। বৃষ্টির কারণে ইতোমধ্যেই গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সুপার এইটের কিছু ম্যাচেও ছিল বৃষ্টির হানা। এমনকি বৃষ্টির কারণে একটা সময় প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মাঝে প্রশ্ন, দুটি সেমি-ফাইনালই যদি বৃষ্টির কারণে ভেস্তে যায় তখন কি হবে?
ফাইনালে ওঠার লড়াইয়ের জন্য দুটি ম্যাচে দুটি ভিন্ন ব্যবস্থা রেখেছে আইসিসি। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে প্রথম সেমি-ফাইনাল শেষ করা না গেলে তার জন্য রিজার্ভ ডে রাখা আছে। তবে দ্বিতীয় সেমি-ফাইনালের জন্য তা নেই। খেলা শেষ করার জন্য বাড়তি সময় বরাদ্দ রাখা হয়েছে। তবে এরপরেও দুই ফাইনালিস্ট নির্ধারণ করা না গেলে তার জন্য আলাদা পদ্ধতি আগেই ঠিক করে রেখেছে আইসিসি।
সাধারণত ম্যাচ বৃষ্টির বাধায় পড়লে টি-টুয়েন্টিতে জয়-পরাজয় নির্ধারণের জন্য উভয় ইনিংসে অন্তত ৫ ওভারের খেলা হতে হয়। তবে বিশ্ব আসরের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নিয়মটি ভিন্ন। এই ম্যাচগুলোয় খেলা হতে হবে কমপক্ষে ১০ ওভার করে। এবারও এই নিয়মটিই অনুসরণ করা হবে।
প্রথম সেমি-ফাইনালে ত্রিনিদাদে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় (স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টায়) মাঠে নামবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে বৃষ্টি হানা দিলে প্রথম দিনেই চেষ্টা করা হবে ওভার কমিয়ে হলেও ম্যাচ শেষ করার। এজন্য নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি ৬০ মিনিট রাখা হয়েছে। তবে তাতেও ম্যাচ শেষ করা না গেলে খেলা গড়াবে রিজার্ভ ডে-তে।
ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ালে খেলা শুরু হবে আগের দিন যেখানে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়েছিল। থেমেছিল। এদিনও যদি বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে খেলা শেষ না হয়, তাহলে ফল নির্ধারণে বাড়তি ১৯০ মিনিট সময় দেওয়া হবে।
যদি এরপরেও ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে সুপার এইট পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল পৌঁছে যাবে ফাইনালে। অর্থাৎ, এই ম্যাচ শেষ না হলে ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা।
গায়ানায় দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়) মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগেই ভারতের টেলিভিশন দর্শক ধরার জন্য ভারতের জন্য দ্বিতীয় সেমি-ফাইনাল বরাদ্দ রাখে আইসিসি। অর্থাৎ, সুপার এইটে রোহিত শর্মার দল গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানার্স-আপ যাই হোক না কেনো তারা গায়ানাতেই খেলবে।
তবে এই ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও এক দিনেই ম্যাচের ফল বের করার সর্বোচ্চ চেষ্টা করবে আইসিসি। বৃষ্টির বাধায় পড়লে এই ম্যাচ নির্ধারিত সময়ে শেষ করা না গেলে অতিরিক্ত ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে।
বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে ফাইনালে যাবে ভারত। কারণ সুপার এইট পর্বে এক নম্বর গ্রুপে তারা ছিল শীর্ষে। অন্যদিকে নিজেদের গ্রুপে ইংল্যান্ড ছিল দুই নম্বরে।
মন্তব্য করুন: