সুপার এইটে রান পেয়ে র‍্যাঙ্কিংয়ে লিটন-শান্তর উন্নতি

সুপার এইটে রান পেয়ে র‍্যাঙ্কিংয়ে লিটন-শান্তর উন্নতি

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের মাঝে সবচেয়ে সমালোচিত দুজন হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস। প্রায় প্রতি ম্যাচেই তারা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, রান করলেও তা প্রভাব ফেলতে পারেনি। তবে সুপার এইটে রান পাওয়ার জন্য আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই দুজনেরই উন্নতি হয়েছে।

বুধবার প্রকাশিত আইসিসির হালনাগাদ ব্যাটিংয়ের র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি, পল স্টার্লিং ও ড্যারিল মিচেলের সঙ্গে যৌথভাবে ৪৭ নম্বর স্থানে আছেন শান্ত। চারজনের রেটিং পয়েন্ট ৪৯৯। সবশেষ র‍্যাঙ্কিং থেকে শান্ত ৭ ধাপ এগিয়েছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে জঘন্য পারফর্ম করা শান্ত সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ আর ভারতের বিপক্ষে ৪০ রান করে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন। তবে বিশ্বকাপ শুরুর আগের র‌্যাঙ্কিংয়ের তুলনায় কমেছে শান্তর। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য তিনি ছিলেন র‍্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে।

অন্যদিকে আফগানদের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হারা সুপার এইটের ম্যাচে অপরাজিত ৫৪ রান করেন লিটন। এই ইনিংসের সুবাদে ৪ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে তিনি আছেন ৩৯ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৫২২। বিশ্বকাপের আগে লিটন ছিলেন ৪০ নম্বরে।

বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তাওহীদ হৃদয় ৩ ধাপ এগিয়ে আছেন ২৭তম স্থানে।
সবচেয়ে বড় পতন হয়েছে সাকিব আল হাসানের। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ পিছিয়ে আছেন ৮৪ নম্বরে। আর অল-রাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও তিনি এক যুগের মধ্যে সর্বনিম্ম স্থান ৬ নম্বরে নেমে এসেছেন।

মন্তব্য করুন: