দক্ষিণ আফ্রিকার পেস তোপে ৫৬ রানেই শেষ আফগানিস্তান
২৭ জুন ২০২৪
বেশ আত্মবিশ্বাস নিয়েই নিজেদের ইতিহাসের প্রথম সেমি-ফাইনাল খেলতে নেমেছিল আফগানিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে বোলারদের জন্য ভালো সংগ্রহ গড়ে দিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ খান। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেস তোপে দাঁড়াতেই পারেনি কোনো ব্যাটার। গুটিয়ে গেছে কেবল ৫৬ রানেই।
ত্রিনিদাদে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বল হাতে পাওয়ারপ্লেতেই অর্ধেক আফগান ব্যাটারদের সাজঘরে ফেরত পাঠান মার্কো ইয়েনসেন ও কাগিসো রাবাদা। দুর্দান্ত ছন্দে থাকা আফগান ওপেনিং জুটি প্রথম ওভারেই ভেঙে দেন ইয়েনসেন। কোনো রান না করা রহমানউল্লাহ গুরবাজকে ফেরান দলীয় ৪ রানে। পরের ওভারেই বাঁহাতি এই পেসার ভাঙেন গুলবাদিন নাইবের (৯) স্ট্যাম্প।
চতুর্থ ওভারে বল হাতে নিয়েই জোড়া আঘাত হানেন রাবাদা। প্রথম বলে বোল্ড করেন ইব্রাহিম জাদরানকে (২)। তিন বল পর মোহাম্মদ নবীর অফ স্ট্যাম্প উপড়ে ফেলেন ডানহাতি এই পেসার। পরের ওভারে নানগায়াল খারোতি ফিরলে ২৩ রানেই ৫ উইকেট হারায় আফগানিস্তান।
আজমতউল্লাহ ওমরজাই প্রতিরোধের চেষ্টা চালালেও সর্বোচ্চ ১০ রানের বেশি করতে পারেনি। দলীয় ২৮ রানে তাকে ফেরান আনরিখ নর্কিয়া। প্রোটিয়া বোলিং তোপে পঞ্চাশের আগেই অল-আউট হওয়ার শঙ্কায় ছিল প্রথমবার সেমি-ফাইনালে খেলতে আসা দলটি। তবে রশিদ খান ও করিম জানাতের কল্যাণে ৫০ রান স্পর্শ করে তারা। কিস্তু তাব্রাইজ শামসির ঘূর্ণিতে ২২ রানের এই জুটি ভাঙলে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহে অল-আউট হয় আফগানরা।
ইয়েনসেন ও শামসি নেন ৩টি করে উইকেট। রাবাদা ও নর্কিয়ার শিকার ২টি করে।
মন্তব্য করুন: