পরের বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার রশিদ খানের
২৭ জুন ২০২৪
সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটে এবারের আসর স্মরণীয়। প্রথমবার তারা সেমি-ফাইনালে উঠেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। ম্যাচ শেষে অধিনায়ক রশিদ খান পরের বিশ্বকাপের জন্য আরও ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করলেন।
আইসিসির ব্যস্ত সূচির কারণে বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচের একদিন পরই সেমি-ফাইনাল খেলতে নেমেছিল আফগানিস্তান। তার ওপর গত মঙ্গলবার ফ্লাইট চার ঘণ্টা দেরি হওয়ায় ত্রিনিদাদে পৌঁছে অনুশীলনের সময়টাও তারা পায়নি। পাশাপাশি নতুন ভেন্যুর সঙ্গে মানিয়েও নিতে পারেনি আফগানরা। ম্যাচ শেষে রশিদ খানের এই বক্তব্যের সঙ্গে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই একমত হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ বলেছিলেন, “দল হিসেবে আমাদের জন্য কঠিন এক রাত গেছে। আমরা এর চেয়ে ভালো করতে পারতাম। কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি। তবে এটাই টি-টুয়েন্টি ক্রিকেট, আপনাকে যেকোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা দারুণ কিছু অর্জন করেছি, কঠোর পরিশ্রম করে আমরা আবার ফিরব। বিশেষ করে ব্যাটিং বিভাগ নিয়ে খাটতে হবে।”
এরপর টুইটারে আফগান অধিনায়ক লিখেছেন, “এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ আমাদের আজীবন মনে থাকবে। এই দলের প্রত্যেক সদস্য যেভাবে লড়াই করেছেন, সেটা আমাদের জন্য গর্বের। আমরা এখন থেকেই নিজেদের আবার নতুন করে গড়ে তুলব এবং পরবর্তী আসরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন, আমাদের লড়াই চালিয়ে যেতে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।”
মন্তব্য করুন: