দলের ব্যর্থতায় দুই সিনিয়রের প্রভাব দেখছেন তাসকিন

দলের ব্যর্থতায় দুই সিনিয়রের প্রভাব দেখছেন তাসকিন

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার ছিলেন অফফর্মে। বিশেষ করে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই সিনিয়র কোনো অবদানই রাখতে পারেননি। এই দুজনের ফর্মহীনতা দলে প্রভাব ফেলেছে বলে মেনে নিয়েছেন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।

শুক্রবার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তাসকিন বলেন, “দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। ৪৭ দিন একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সব ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।”

দুই সিনিয়র ছাড়াও দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে উইকেটকে দায়ী করলেন তাসকিন, “বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন উইকেট অতটা ব্যাটসম্যানদের পক্ষে ছিল না। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্য দেশের বড় বড় ব্যাটসম্যানকেও সেখানে ধুঁকতে হয়েছে। সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেটে খেলেছি।”

উইকেটের অজুহাত দিলেও তাসকিন স্বীকার করে নিলেন, এত লম্বা ফর্মহীনতা তিনি কখনো দেখেননি, “আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই এত লম্বা ব্যাডপ্যাচ দেখিনি। আশা করি এটা কাটিয়ে উঠবে। শুধু মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না। এমনিতেই মাইনাসেই আছি। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর।”

মন্তব্য করুন: