ভারতের জন্য ‘টুর্নামেন্ট ফিক্সিং’ করে আইসিসি: ডেভিড লয়েড

ভারতের জন্য ‘টুর্নামেন্ট ফিক্সিং’ করে আইসিসি: ডেভিড লয়েড

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতের প্রভাব কারও অজানা নয়। যে কোনো টুর্নামেন্টে ভারতকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে আইসিসি। এর কারণ, ভারত থেকে তারা মোটা অংকের রেভিনিউ পায়। সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড প্রতিটি আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

ফুটবলের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট এমনকী বিভিন্ন স্থানীয় লিগগুলোর সূচি তৈরি হয় ড্র এর মাধ্যমে। টেলিভিশনে সেই ড্র অনুষ্ঠান সম্প্রচার করা হয়। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে কোনো ড্র নেই। আইসিসি তাদের ইচ্ছানুযায়ী ফিক্সচার তৈরি করে এবং অবশ্যই ভারতকে সর্বোচ্চ সুবিধা দিয়ে। যেমন, টুর্নামেন্ট শুরুর আগেই ঠিক করা ছিল ভারত বিশ্বকাপের সেমি-ফাইনালে জায়গা করে নিলে তাদের খেলা হবে গায়ানার স্পিনবান্ধব উইকেটে। এছাড়া আর্থিক লাভের জন্য প্রতি বিশ্বকাপেই ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ রাখার চেষ্টা করে আইসিসি।

এই বিষয়টির কড়া সমালোচনা করে জনপ্রিয় ধারাভাষ্যকার লয়েড টক স্পোর্টসে বলেন, “আমরা ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলি। এটা বড় একটা টুর্নামেন্টের ফিক্সিং। খেলাটাই কিন্তু মঞ্চ। আপনি এটাকে ফিক্স করতে পারেন না। এটা তো কিছুই নয়, আমরা আরও অনেক কিছুই ফিক্স করি। এই বিশ্বকাপেই তো কত কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে (সূচি, ভেন্যু)। আপনি কারসাজি করার চেষ্টা করছেন, এটা ঠিক নয়।”

মন্তব্য করুন: