বিশ্বকাপ পুরোপুরি ভারতের জন্য সাজানো হয়েছে: ভন

বিশ্বকাপ পুরোপুরি ভারতের জন্য সাজানো হয়েছে: ভন

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই আইসিসির অতিরিক্ত সুবিধা পেয়ে আসছে ভারত। আসর শুরুর আগে থেকেই তাদের জন্য সেমি-ফাইনাল ভেন্যু হিসেবে গায়ানাকে ঠিক করে রেখেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনকি পুরো বিশ্বকাপে একমাত্র দল হিসেবে নিজেদের সব ম্যাচই দিনের আলোয় খেলেছে রোহিত শর্মার দল। বিষয়টি নিয়ে এবার আইসিসিকে এক হাত নিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের অভিযোগ, চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপ ভারতের জন্য সাজানো হয়েছে।

চলতি আসরে গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমি-ফাইনাল পর্যন্ত সব ম্যাচই স্থানীয় সময় সকালে খেলেছে ভারত। শুধুমাত্র ভারতের দর্শকদের খেলা দেখার সুবিধার জন্যই এমন সূচি করে আইসিসি। এমনকি দেশটির দর্শকদের কথা বিবেচনায় নিয়েই ফাইনালের সূচিও সকালে রাখা হয়েছে।

সবার আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমি-ফাইনালে ওঠলেও তাদের ম্যাচের ভেন্যু জানার জন্য অপেক্ষা করতে হয়েছে পরদিন ভারত নিজেদের শেষ চারের টিকিট নিশ্চিত করার পর। কারণ সে অনুযায়ী গায়ানার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়েছে।

পুরো টুর্নামেন্টে ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে সংস্থাটির তুমুল সমালোচনা করেন ভন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টকে নিয়ে আয়োজিত ক্লাব প্রেইরি পডকাস্টে আইসিসি প্রতি ক্ষোভ ঝারেন এই সাবেক ইংলিশ অধিনায়ক।

“এটা তো পুরোপুরি তাদের (ভারত) টুর্নামেন্ট। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ওরা আগে থেকেই জানে কোন স্টেডিয়ামে সেমি-ফাইনাল খেলতে হবে। ওরা সব ম্যাচ সকালে খেলে যাতে ভারতে সবাই রাতে খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা রাখে। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপের মতো মঞ্চে এরকম! আইসিসির উচিত সবার প্রতি আরেকটু স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি এনে টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।”

বৈশ্বিক আসরে আইসিসির এমন আচরণ কোনো ভাবেই মানতে না পারা ভন আরও বলেন, “যেমনটা বললাম, দ্বিপাক্ষিক সিরিজগুলো এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এটা তো পানির মতো পরিষ্কার যে এই টুর্নামেন্ট পুরোটাই ভারতের কথা ভেবে তৈরি করা হয়েছে।”

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় বার্বাডোজে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।

মন্তব্য করুন: