`ভারত যুক্তি দিয়ে খেলে, আবেগ দিয়ে নয়`
২৯ জুন ২০২৪
বিশ্বকাপে তো বটেই যে কোনো টুর্নামেন্টেই অংশগ্রহণকারী দলগুলির প্রাথমিক লক্ষ্য থাকে গ্রুপ পর্যায় থেকে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার, এই বিশ্বকাপে যেমন সুপার এইট। তারপর সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল। One match at a time- সাধারণত এভাবেই প্রত্যেকটা দল তাদের পরিকল্পনা সাজায়। কোনো দলই এর চাইতে বেশি দূর ভাবতে চায় না। ধারণা করা হয় যে বেশি দূর ভাবতে গেলে সেটি দলের খেলোয়াড়দের মধ্যে এক ধরনের mental stress নিয়ে আসতে পারে, যা পুরো দলের উপরই অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করে।
এমনিতেও পুরো টুর্নামেন্ট নিয়ে ফোকাসড থাকার চাইতে কেবলমাত্র পরবর্তী ম্যাচ নিয়ে ফোকাসড থাকা সবদিক থেকেই অনেক বেশি যুক্তিসঙ্গত। তবে ভারত বোধহয় এর বাইরে। ভারত চিরাচরিত এই নিয়মটি মেনে চলছে বলে মনে হয় না। ভারত বিশ্বকাপ জিততে এসেছে। তাদের কোনো দ্বিতীয় চয়েস নেই। অর্থাৎ তারা পুরোটা সময় জুড়েই আজকের এই দিনটার স্বপ্ন দেখছে। এটি যদি চাপের কারণ হয়ে ওঠে, তাতেও আপত্তি নেই। দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনাল কিংবা ফাইনাল তাদের লক্ষ্য নয়। আমি নিশ্চিত যে ফাইনালে জয়ী হতে না পারলে ভারতীয় দলের জন্য এই বিশ্বকাপ ব্যর্থ বিশ্বকাপ হিসেবেই বিবেচিত হবে। তারা এতটাই সংকল্পবদ্ধ।
একথা সত্যিই যে এই বিশ্বকাপে ভারত অন্যান্য দলগুলির তুলনায় অনেক বেশি সুযোগ-সুবিধা পেয়েছে। সেটি ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে, ট্রাভেলিং এর ক্ষেত্রে কিংবা সিডিউল তৈরি করার ক্ষেত্রেও বোঝা যায়। তবে এটিও সত্যি যে ভারতীয় একাদশে যে ধরনের খেলোয়াড়ের উপস্থিতি, তা বিপক্ষ দলকে চাপের মুখে ফেলে দেয়। এই দল ব্যাটিং বোলিং বা ফিল্ডিং এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ভীষণ আক্রমণাত্মক। এরা কেবল মেধাবী এবং সক্ষম তাই নয়, এরা অত্যন্ত ডিসিপ্লিনড। এরা যুক্তি দিয়ে খেলে, আবেগ দিয়ে নয়। আর তাই মানতেই হবে আজকের ফাইনালে ভারতই ফেভারিট। তবে স্বস্তির ব্যাপার হলো, ফেভারিট দলই সবসময় জেতে না। ইতিহাসও তাই বলে।
- নাজমুল আবেদীন ফাহিমের ফেসবুক ওয়াল থেকে
মন্তব্য করুন: