ফাইনালে জ্বলে উঠলেন কোহলি, ভারত পেল বড় স্কোর

ফাইনালে জ্বলে উঠলেন কোহলি, ভারত পেল বড় স্কোর

পুরো টুর্নামেন্ট নিষ্প্রভ থাকা বিরাট কোহলি ফর্ম ফিরে পেতে ফাইনালের মঞ্চটাই বেছে নিলেন। দলের বিপদের সময়ে ব্যাট হাতে পরিস্থিতি সামলে খেললেন দারুণ এক ইনিংস। তার সঙ্গী হয়ে অসাধারণ ব্যাটিং করলেন অক্ষর প্যাটেল। দুজনের দাপটে নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ৭ উইকেটে ১৭৬ রান।

বার্বাডোজে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শনিবার টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। কিন্তু প্রোটিয়াদের আগ্রাসী বোলিংয়ে ৩৪ রানেই নেই ৩ উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে অধিনায়ক রোহিত শর্মা (৯) আর রিশাভ পান্তকে (০) ফিরিয়ে বড় ধাক্কা দেন কেশব মহারাজ। চারে নেমে সূর্যকুমার যাদবও জ্বলে উঠতে পারেননি। কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফিরেন ৪ বলে ৩ রান করে। এরপরই বিরাট কোহলির সঙ্গে দারুণ জুটি গড়েন অক্ষর প্যাটেল। চাপের মধ্যে ধীরগতির ব্যাটিংয়ে ৪৮ বলে ফিফটি পূরণ করেন কোহলি।

এরপর তিনি হাত খোলেন। ৫৪ বলে ৭২ রানের এই জুটি ভাঙে অক্ষর প্যাটেলের বিদায়ে। ৩১ বলে ১ চার ৪ ছক্কায় ৪৭ রান করা অক্ষর রান-আউট হয়ে যান। এরপর কোহলিও ৫৯ বলে ৬ চার ২ ছক্কায় ৭৬ রান করে শিকার হন মার্কো ইয়ানসেনের। শেষ ওভারে আনরিখ নর্কিয়ার বলে ক্যাচ দেওয়ার আগে শিবম দুবে খেলেন ১৬ বলে ২৭ রানের ক্যামিও। ইনিংসের শেষ বলে আউট হন রবীন্দ্র জাদেজা (২)। ২০ ওভারে ভারত ৬ উইকেটে তোলে ১৭৬ রান। ২টি করে উইকেট নেন কেশব মহারাজ আর আনরিখ নর্কিয়া। একটি করে নেন মার্কো ইয়ানসেন আর কাগিসো রাবাদা।

মন্তব্য করুন: