ভারতের বিশ্বকাপ জয়ে এক বছর পর সরব ধোনি
৩০ জুন ২০২৪
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মধ্যমগুলোতে দলকে প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। এমন মুহূর্তে চুপ থাকতে পারলেন না মহেন্দ্র সিং ধোনিও। রোহিত শর্মার দলকে অভিনন্দন জানাতে প্রায় এক বছর পর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভারতকে সবশেষ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়টি ছিল বেশ কষ্টসাধ্য। শেষ ৫ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য দরকার ছিল ৩০ রানের। ক্রিজে তখনও ছিলেন হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। সেখান থেকে যশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে ৭ রানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে সেরার মুকুট মাথায় তোলে তোলে ভারত।
দলের রোমাঞ্চকর জয়ে ৫১ সপ্তাহ পর ইনস্টাগ্রামে পোস্ট করে দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের অনুভূতির কথা জানিয়ে ধোনি বলেন, “বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থেকে, বিশ্বাস ধরে রেখে তোমরা যা করেছ, সাবাস। দেশের সব দর্শক, সারা দুনিয়ায় থাকা সব ভারতীয়দের পক্ষ থেকে বিশ্বকাপ ঘরে নিয়ে আসার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। অভিনন্দন। জন্মদিনের অমূল্য উপহারের জন্য ধন্যবাদ।”
অবশ্য রোববার ধোনির জন্মদিন ছিল না। কিংবদন্তি এই অধিনায়কের জন্মদিন আগামী ৭ জুলাই। আর তাই বিশ্বকাপের শিরোপা জয় ধোনির জন্য জন্মদিনের অগ্রিম উপহার।
সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব নন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো ধোনি। গত বছর ৮ জুলাই জন্মদিন উপলক্ষে ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে ইনস্টাগ্রামে সবশেষ পোস্ট করেন তিনি।
ধোনির নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জেতে ভারত। সেই দলের সদস্য ছিলেন এবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও ধোনির অধীনে ২০১১ সালে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের আগে দেশটির সবশেষ আইসিসির ট্রফিও আসে ধোনির হাত ধরে, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে।
মন্তব্য করুন: