শিরোপা জেতায় রোহিতরা পেল বিপুল বোনাস

শিরোপা জেতায় রোহিতরা পেল বিপুল বোনাস

দীর্ঘ ১৩ বছরের শিরোপা খরা কাটিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এমন সাফল্যে রোহিত শর্মার দলের জন্য বিশাল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের জন্য ঘোষণা করা এই বোনাসের পরিমাণ আইসিসির কাছ থেকে পাওয়া অর্থ পুরস্কারের প্রায় ছয় গুণ বেশি।

রোববার ভারতের বিশ্বকাপজয়ী দলের জন্য ১২৫ কোটি রুপি বোনাসের ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ।

আগেরদিন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জেতায় আইসিসি কাছ থেকে চ্যাম্পিয়ন হিসেবে ২৪ লাখ ৫০ হাজার ডলার পায় ভারত। অংশগ্রহণ ফি ছাড়াও সুপার এইট পর্যন্ত পাওয়া ৬ জয়ের জন্য রোহিত-কোহলিরা পেয়েছে আরও ১ লাখ ৮৬ হাজার ৯২৪ ডলার। রুপির হিসেবে যা প্রায় ২২ কোটি।

বার্বাডোজে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের এক দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বোর্ডের পক্ষ হতে বোনাসের ঘোষণাটি জয় শাহ।

এবারের ২০ দলের বিশ্বকাপের জন্য টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বেশি ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলারের অর্থ পুরস্কার রাখে আইসিসি। রানার্স-আপ হিসেবে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া আফগানিস্তান ও ইংল্যান্ডের অর্থ পুরস্কার ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার।

এছাড়া সুপার এইট পর্যন্ত প্রতিটি জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার করে অর্থ পুরস্কার পেয়েছে অংশগ্রহণকারী দলগুলো। সে হিসেবে অংশগ্রহণ ফি ছাড়াও গ্রুপ পর্বে তিনটি জয় পাওয়া বাংলাদেশের পকেটে ঢুকেছে ৯৩ হাজার ৪৬২ ডলার।

মন্তব্য করুন: