ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা ভারত দল

ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা ভারত দল

টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ঘূর্ণিঝড়ের কারণে পড়ে বার্বাডোজের ব্রিজটাউনে আটকা পড়েছে ভারত। বিশ্বকাপজয়ী দলকে দেশে ফেরাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

গত শনিবার টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটির স্থানীয় সময় রোববার রাতে ৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানতে পারে। বর্তমানে সেখানে ভারতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও তাদের পরিবার হোটেলে অবস্থান করছে। প্রাথমিকভাবে চার্টার ফ্লাইটে করে রোহিত-কোহলিদের দেশে ফেরানোর পরিকল্পনা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে ব্রিজটাউনের বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

অবশ্য ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় এমনিতেও রোববার বার্বাডোজেই থাকতে হতো ভারত দলকে। টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, সোমবার ব্রিজটাউন ত্যাগ করে আগে নিউ ইয়র্কে যেত তারা। এরপর সেখান থেকে বাণিজ্যিক বিমানে তাদের মুম্বাই ফেরার কথা ছিল।

মন্তব্য করুন: