টুর্নামেন্ট শুরুর পর লঙ্কা প্রিমিয়ার লিগে শরীফুল

টুর্নামেন্ট শুরুর পর লঙ্কা প্রিমিয়ার লিগে শরীফুল

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের মৌসুমের ড্রাফটে প্রথমে দল পাননি শরীফুল ইসলাম। তবে আসর শুরুর পর বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে ক্যান্ডি ফ্যালকনস। পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে।

গত মৌসুমে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে কলম্বো স্ট্রাইকার্সে হয়ে খেলেন শরীফুল। তবে এবার শুরুতে কোনো দল না পেলেও মঙ্গলবার তার সামনে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ আসে। বুধবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন বাঁহাতি এই পেসার।

গত সোমবার শুরু হওয়া এবারের আসরে তার দল ক্যান্ডি ইতোমধ্যে দুটো ম্যাচ খেলে ফেলেছে। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে।

শরীফুল ছাড়াও এবারের এলপিএলে আছেন আরও তিন বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে ড্রাফট থেকে সরাসরি দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে।

এলপিএল শেষে কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলত যাবেন শরীফুল। তিনি ছাড়াও সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।

এলপিএল চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত। এরপর ২৫ জুলাই শুরু হয়ে গ্লোবাল টি-টুয়েন্টি শেষ হওয়ার কথা আছে ১১ আগস্ট।

মন্তব্য করুন:

Add