বিশ্বকাপে খেলতে না পারায় শরীফুলের আক্ষেপ

বিশ্বকাপে খেলতে না পারায় শরীফুলের আক্ষেপ

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও দলের মূল বোলার ছিলেন শরীফুল ইসলাম। সাদা বলে দলের হয়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। কিন্তু প্রস্তুতি ম্যাচে হাতে চোট পাওয়ায় বদলে যায় তার বিশ্বকাপ যাত্রা। চোট থেকে সেরে উঠলেও বোলিং ইউনিটের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বেঞ্চে বসেই পুরো আসর কাটাতে হয় এই বাঁহাতি পেসারকে। ফলে কিছুটা আক্ষেপ আছে শরীফুলের।

শ্রীলঙ্কায় শুরু হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে ড্রাফটে দল না পেলেও আসর শুরুর পর বদলি হিসেবে বাংলাদেশের তরুণ এই পেসারকে দলে নেয় ক্যান্ডি ফ্যালকন। বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শ্রীলঙ্কার উদ্দেশে বিমান ধরার আগে সাংবাদিকদের নিজের কষ্টের কথা জানান শরীফুল।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে পাওয়া চোট সেরে ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন জানিয়ে বলেন, “আফসোস বলতেকপালে যেটা লেখা ছিল সেটার উপর দিয়ে তো আর কিছু করার নাই। খুব আশায় ছিলাম যে একটা ম্যাচও (অন্তত) খেলবো। তো এইখানে একটু কষ্ট লাগা আরকি। আমি সব ম্যাচের জন্যই প্রস্তুত ছিলাম। এখন দলের সমন্বয়ের কারণে(একাদশে সুযোগ আসেনি)। সবাই খুব ভালো করছিল, তো তার জন্য ম্যাচ পাওয়া হয়নি। এলপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক দিন ধরে ম্যাচ খেলা হচ্ছে না। তো সেক্ষেত্রে যাতে এখানে ম্যাচ খেলে আগের মতো ফিরতে পারি।”

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ শেষে কানাডায় যাবেন শরীফুল। সেখানে গ্লোবাল টি-টুয়েন্টিতে খেলবেন তিনি।

মন্তব্য করুন: