চ্যাম্পিয়নস ট্রফির খসড়া প্রস্তাবে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান
৪ জুলাই ২০২৪
আগামী বছরে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া প্রস্তাবে বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে। আইসিসির এক বোর্ড সদস্যের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে আট দলের এই টুর্নামেন্টের গ্রুপ আর ভেন্যুগুলো উল্লেখ করেছে।
আট বছর পর আবার মাঠে ফিরছে চ্যাম্পিয়নস ট্রফি। আট দলের এই টুর্নামেন্ট ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে। আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ভেন্যু, সূচি ও গ্রুপ ঠিক করে আইসিসিকে টুর্নামেন্টের একটি খসড়া প্রস্তাব পাঠায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, বাংলাদেশ, ভারত ও স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে নিউ জিল্যান্ডকে রাখা হয়েছে। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করেছে পিসিবি। ১৫ ম্যাচের টুর্নামেন্টের জন্য লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে।
আইসিসি ওই বোর্ড সদস্যের বরাত দিয়ে পিটিআই জানায়, টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময় আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি জমা দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। অংশগ্রহণকারী সব দেশের বোর্ড প্রধান তাকে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিত করলেও ভারতীয় বোর্ড এখনও কিছু জানায়নি। দেশটির সরকারের সঙ্গে আলোচনার পর তারা আইসিসিকে জানাবে বলে জানান সেই বোর্ড কর্মকর্তা।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ লাহোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। আসরের উদ্বোধনী ম্যাচসহ একটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে করাচিতে। অপরটি রাওয়ালপিন্ডিতে। তবে ভারত শেষ চারে উঠলে তখন তাদের ম্যাচটি হবে লাহোরেই। আগামী ৯ মার্চ লাহোরের ফাইনাল দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের।
মন্তব্য করুন: