৫৯৩ রানের লক্ষ্য তাড়ায় ঐতিহাসিক টাই

৫৯৩ রানের লক্ষ্য তাড়ায় ঐতিহাসিক টাই

ম্যাচের শেষ বল। হাতে আছে উইকেট। জয়ের জন্য দরকার শেষ রানটি নিতে পারলেই হয়ে যাবে ইতিহাস। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করার বিশ্ব রেকর্ড গড়বে ইংলিশ কাউন্টি দল গ্ল্যামরগ্যান। কিন্তু গ্লস্টারশায়ার উইকেটরক্ষকের দুর্দান্ত ক্যাচে ইতিহাস গড়ার খুব কাছে থেকে ফিরে আসতে হয়েছে তাদের। রোমাঞ্চ-উত্তেজনার ম্যাচটি টাই হয়।

ইংলিশ কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় বিভাগের ম্যাচের শেষ দিন বুধবার ৫৯৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা গ্ল্যামরগ্যানের নবম উইকেটের পতন হয় ৫৬১ রানে। তখনও জয়ের জন্য দরকার আরও ৩২ রান। শেষ ওভারে যা রানে নিয়ে আসেন ম্যাসন ক্রেইন জেইমি ম্যাকলরয়।

পেসার অজিত সিং ডেলের করা ওভারের প্রথম বলে রান নিতে পারেননি ম্যাসন ক্রেইন। পঞ্চম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন শেষ ব্যাটার জেইমি ম্যাকলরয়।

রান নেওয়ার জন্য ম্যাকলরয় শট খেলতে গেলে বল ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। এক রান ঠেকানোর জন্য আগেই গ্লাভস খুলে ফেললেও বলটি শূন্যে লাফিয়ে দারুণ দক্ষতায় মুঠোবন্দি করেন উইকেটরক্ষক জেমস ব্রেসি।

রান তাড়ার বিশ্ব রেকর্ড না হলেও এদিন সবচেয়ে বেশি রানে টাইয়ের রেকর্ড হয়। তবে রান বন্যার ম্যাচে শুরুটা মোটেও এরকম ছিল না। দুই দলই প্রথম ইনিংসে গুটিয়ে যায় দুইশ রানেরও আগে। এরপর দ্বিতীয় ইনিংসে ক্যামেরন ব্যানক্রফট মাইল হ্যামডের জোড়া শতকের পর ব্রেসির দ্বিশতকে ৬১০ রানে ইনিংস ঘোষণা করে গ্লস্টারশায়ার।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় মারনাস লাবুশেন অধিনায়ক স্যাম নর্থইস্টের জোড়া শতকে শেষ পর্যন্ত ১৫২ ওভারে গ্ল্যামরগ্যানের ইনিংস থামে ৫৯২ রানে। ম্যাচ জিততে পারলেই ১৪ বছর আগের গড়া রেকর্ড ভেঙে দিত তারা।

২০১০ সালে স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা গড়ে ভারতের পশ্চিমাঞ্চল দল। দুলীপ ট্রফির ম্যাচে পশ্চিমাঞ্চলকে ৫৩৬ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণাঞ্চল। ইউসুফ পাঠানের অপরাজিত দ্বিশতকে লক্ষ্যটা উইকেট হাতে লক্ষ্যে পৌঁছে যায় পশ্চিমাঞ্চল।

মন্তব্য করুন: