বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরে ঊষ্ণ অভ্যর্থনায় সিক্ত রোহিত-কোহলিরা
৪ জুলাই ২০২৪
দীর্ঘ সময় পর ভারতকে শিরোপা এনে দেওয়া দলকে একনজরে দেখার জন্য উদগ্রীব হয়েছিল দেশটির সমর্থকরা। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে অতিরিক্ত তিন দিন বার্বাডোজে আটকে থাকতে হয় রোহিত-কোহলিদের। অবশেষে ১০৫ ঘণ্টা পর দেশে পা রেখেই ভক্ত-সমর্থকদের ঊষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার ভোরে বিসিসিআইয়ের ভাড়া করা বিশেষ বিমানে দেশে ফেরে ১৩ বছর পর ভারতকে বিশ্বকাপ জেতানো দল। তখন থেকেই দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপজয়ীদের এক নজর দেখার অপেক্ষায় ছিলেন হাজারো সমর্থক। সেখানেই রোহিত শর্মার দলকে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। সমর্থকদের উদ্দেশে শিরোপা উঁচিয়ে ধরে সেই উল্লাসে আরও জোয়ার এনে দেন ভারত অধিনায়ক।
সেখান থেকে পুরো দলকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি পাঁচ তারকা হোটেল। বড় সংবর্ধনার পাশাপাশি সেখানেও হয়েছে উদযাপন। হোটেলের পথে রাস্তার দু’পাশে ছিল ক্রিকেটপ্রেমীদের ভিড়।
হোটেলে বিশ্রামের পর বিশ্বকাপ জয়ে পুরো দল যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাম্পিয়ন লেখা জার্সি পরে দেখা করেন দলের সদস্যরা। সেখানে বিশ্বকাপজয়ী দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী। দলের সবার সঙ্গে কথা বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও তোলেন মোদি।
তবে শিরোপা উৎসবের এটি ছিল প্রথম ধাপ। সবচেয়ে বড় আয়োজনটি হবে মুম্বাইয়ে। সেখানে ছাদখোলা বাসে ভিক্টরি প্যারেডে শহর প্রদক্ষিণ করে পুরো দল যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানেও দলের জন্য থাকবে বিশেষ আয়োজন। বিসিসিআইয়ের ঘোষণা করা ১২৫ কোটি রুপির বোনাস ক্রিকেটারদের হাতে সেখানেই তুলে দেওয়া হবে।
২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মহেন্দ্র সিং ধোনির দলকেও মুম্বাইয়ে এভাবে সংবর্ধনা দেওয়া হয়। সেবার বিমানবন্দর থেকে স্টেডিয়ামে যেতে দলের সময় লেগেছিল ৬ ঘণ্টা।
মন্তব্য করুন: