ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করবে বাংলাদেশ
৮ জুলাই ২০২৪
আট বছর পর আবার শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় দিনই মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসিকে পাঠানো পিসিবির খসড়া প্রস্তাব অনুযায়ী, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার এক প্রতিবেদনে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ খসড়া সূচি প্রকাশ করেছে বৃটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। প্রস্তাবিত সূচিতে ‘এ’ গ্রুপে নিজেদের তিন ম্যাচের দুটি লাহোরে খেলবে বাংলাদেশ। অপরটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
খসড়া সূচিই চূড়ান্ত হলে ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে লাহোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২৪ ফেব্রুয়ারি মাঠে নামবে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে আবারও লাহোরে যাবে শান্তর দল। ২৭ ফেব্রুয়ারি সেখানে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।
আগামী ১৯ ফেব্রুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান ও নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। লাহোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হবে ১ মার্চ। ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের লড়াইও অনুষ্ঠিত হবে লাহোরে। ২২ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ৫ মার্চ করাচিতে প্রথম সেমি-ফাইনাল এবং ৬ মার্চ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ মার্চ লাহোরের ফাইনাল দিয়ে শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি।
মন্তব্য করুন: